হাসপাতালে যাওয়ার সময় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২

হাসপাতালে যাওয়ার সময় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২

ছবিঃ সংগৃহীত।

হাসপাতালে যাওয়ার সময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।এ সময় একই পরিবারে বাবা, মা, ভাইবোন, ভাগিনাসহ ৪ জন আহত হয়েছেন। 

 

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ সদর ইউপির চরহোসেনপুর হেলাল সরদারের বাড়ি সন্নিকটে। 

 

স্থানীয় লোকজন জানান, এক পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইলুচিয়া গ্রামের বাবুল পাল (৬৫), তার স্ত্রী শিমা পাল (৪৫), পুত্র তন্নয় পাল (২৫) কন্যা সুপ্তি পাল (২৭), নাতি শ্রেষ্ঠ জিত পাল (৭) ও ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর গ্রামের লোকমান হোসেনের শিশুকন্যা পথচারী জান্নাতুল আদন (১১) গুরুতর আহত হন। 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে বাবুল পাল ও জান্নাতুল আদন মারা যায়।

নিহত বাবুল পালের পরিবারের গুরুতর আহত ৪ জনকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

নিহতের কন্যা আহত গৌরীপুর পাটবাজারের সুপ্তি পাল জানান, অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য বাড়ি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনায় শিকার হন তারা।