ফিলিস্তিনের পক্ষে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত

মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে যোগ দেন বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনের নাগরিক মোহাম্মদ ইসহাক। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশের পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মিছিল বের করা হয়। 

এসময় শিক্ষার্থীদের হাতে তুর্কি, হিব্রু, গ্রিক এবং আরবিসহ মোট ১৪টি ভাষায় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কবিতা, গানসহ ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেওয়া ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ ইসহাক বলেন, আমরা ৭৫ বছর ধরে ইসরাইলের এই বর্বর হামলার শিকার হচ্ছি। প্রত্যেক দিন আমরা আমাদের জমি হারাচ্ছি, জীবন হারাচ্ছি এবং মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা হারাচ্ছি। গত দুই মাস ধরে আপনার যা দেখছেন তা শুধু এর একটি অধ্যায় মাত্র।

এসময় তিনি ফিলিস্তিনের পক্ষে এমন একটি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।