নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন

সংগৃহীত

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৩১০ রানেই থামে টাইগারদের প্রথম ইনিংস। এরপর ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আর বল হাতে ভালো সূচনা এনে দিয়েছিলেন তাইজুল ইসমাল এবং মেহেদী মিরাজ। ফলে টিম টাইগার্স কিছুটা এগিয়ে থেকেই মধ্যাহ্ণবিরতিতে গিয়েছিল। তবে কিউইদের হয়ে প্রতিরোধ গড়েছেন কেইন উইলিয়ামসন। তার ব্যাটেই দ্বিতীয় সেশন শেষে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ ৩১০ রানে অলআউট হওয়ার পর কিউইদের হয়ে প্রথম ইনিংসের সূচনা করেন ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম। টাইগার বোলারদের বিপক্ষে ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে তাইজুলের আঘাতে। টাইগার এই বোলারের বলে সুইপ খেলতে গিয়ে নাইম হাসানের তালুবন্দী হয়ে আউট হন ল্যাথাম। সাজঘরে ফেরার আগে ৩ চারে ৪৪ বলে ২১ রান করেছেন তিনি।

এদিকে ল্যাথাম ফেরার পর ক্রিজে কনওয়ের সঙ্গী হন কেইন উইলিয়ামসন। তবে এ জুটিও আজ বড় হতে দেননি মিরাজ। ষোড়শ ওভারে টাইগার অলরাউন্ডারের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন কনওয়ে। আউট হওয়ার আগে ৪০ বলে ১২ রান করেছেন তিনি।

এদিকে শুরুতেই দুই উইকেট হারালেও কিউইদের হয়ে এরপর প্রতিরোধ গড়েছেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৩৪ রানের জুটি। ফলে ৭৮ রানে দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে প্রথম সেশনের খেলা শেষ করে সফরকারীরা।

এদিকে মধ্যাহ্নবিরতির পর নিকোলসকে ফেরান শরিফুল ইসলাম। টাইগার পেসারের বলে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী হয়ে ফিরে যান কিউই এই ব্যাটার। ফলে ভাঙে ৫৪ রানের জুটি। এদিকে নিকোলস ফেরার পর ডেরিল মিচেলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান উইলিয়ামসন। নিজের ফিফটি তুলে নিয়্ব স্বাচ্ছন্দে ব্যাট করতে থাকেন তিনি।

এ জুটিতেও স্কোরবোর্ডে ওঠে ৬৬ রানে। তবে ব্যক্তিগত ৪১ রানে তাইজুলের শিকার হয়ে ফেরেন মিচেল। দলীয় ১৬৪ রানে মিচেল ফেরার পর টম ব্লান্ডেলও ফিরেছেন দ্রুতই। তরুণ স্পিনার নাইম হাসানের বলে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। এদিকে পাঁচ উইকেট হারালেও নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে উইলিয়ামসনের ব্যাটে। ফিফটি তুলে নেয়ার পর ব্যক্তিগত শতকের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত আছেন ৭০ রানে।

এদিকে দ্বিতীয় সেশন শেষে এখন পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে কিউইরা পিছিয়ে আছে ৮৪ রানে।