কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায মাথা ও ডান হাতে আঘাত পেয়েছেন তিনি।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের এতিমখানা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সূত্র জানায়, হামলার সময় তাকে রক্ষা করতে গেলে মোটরসাইকেল ড্রাইভার রায়হানকেও আহত করা হয়। এ ঘটনার জন্য স্থানীয় সোহেল মীরার ছেলে স্বাধীন মীরাকে দায়ী করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, তার বড় ভাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তারই কারণ হিসেবে কেউ এই হামলা করতে পারে বা করাতে পারে।

হামলার নিন্দা জানিয়ে তার বড় ভাই ১১৪ পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, কারও সাথে আমাদের ব্যক্তিগত ঝামেলা নেই। হঠাৎ করে কেন বা কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তার বোধগম্য নয়। 

কলাপাড়া থানা ওসি মো.আলি আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।