পাবনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ আসামীদের বিরুদ্ধে

পাবনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ আসামীদের বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ছাত্র অন্তর হত্যা মামলার আসামীরা মামলা প্রত্যাহার করতে বাদীকে ভয়-ভীতি দেখাচ্ছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন। সোমবার (৬ জুলাই) পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন অন্তরের পিতা জালাল হোসেন ও মা মনজিলা খাতুন।

সংবাদ সম্মেলনে অন্তরের পিতা জালাল হোসেন ও মা মনজিলা খাতুন অভিযোগ করেন জুন এর ১ তারিখ পাবনার সাঁথিয়া উপজেলা গাংগুহাটি মোল্লাপাড়া গ্রামে অন্তরকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করা হয়। অন্তর ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটির প্রকৌশল তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

এ ঘটনায় পরদিন তার মা মনজিলা খাতুন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামী করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন গাংগুহাটি গ্রামের রাজ (২৮), সাইম (২৯), ফিরোজ (৩২), তোফজ্জল হোসেন ওরফে মন্টু (৬০), আব্দুর রাজ্জাক (৫২), সুমন (২৮), মিঠু (৩২), সুইট (২৭), রনি (২২) ও বেলাল (৪৮)। এদের মধ্যে কেবলমাত্র তোফজ্জল হোসেন ওরফে মন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে।