একশ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

একশ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। আগামীকাল বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। 

এ ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। 

টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডে'তে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওর্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে। 

এর আগে, সিলেটে দুরন্ত ক্রিকেট খেলে ১৫০ রানে জেতে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নেন তাইজুল ইসলাম। শুধু তাইজুল নন, দারুণ বোলিং করেছেন মেহেদি মিরাজও। ব্যাট হাতে ইতিহাস গড়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেন।