দুই বগি রেখেই ছুটে চললো ‘বিজয় এক্সপ্রেস’

দুই বগি রেখেই ছুটে চললো ‘বিজয় এক্সপ্রেস’

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের গৌরীপুরে হুক ছিঁড়ে দুই বগি রেখেই ছুটে চললো বিজয় এক্সপ্রেস।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় দেড়ঘণ্টা ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

 

সোমবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের মাঝামাঝি বোকাইনগর এলাকায় ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে এ ঘটনা ঘটে। 

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জে এসে দাঁড়ায়। সেখান থেকে ছেড়ে আসার পর বোকাইনগর এলাকায় বগি জোড়া দেওয়ার হুক ছিঁড়ে যায়। তবে, চালক বুঝতে না পেরে ট্রেন নিয়ে গৌরীপুর স্টেশনের কাছে চলে আসেন। এতে দুই বগি লাইনে থেকে যায়। এতে প্রায় দেড়ঘণ্টা এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ট্রেন চলাচল সচল হয়েছে।