ট্রেনে কাটা পড়ে মারা গেলো ৫ গরু, শোকে মুহ্যমান বৃদ্ধ

ট্রেনে কাটা পড়ে মারা গেলো ৫ গরু, শোকে মুহ্যমান বৃদ্ধ

ছবিঃ সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উথলী বিশ্বাসপাড়ার মসলেম উদ্দিন নামের এক বৃদ্ধ রেললাইনের পাশে গরু চরাচ্ছিলেন। বিকেলের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। উথলী রেলস্টেশনের কাছে পৌঁছালে ওই বৃদ্ধের চারটি গাভি ও একটি ষাঁড় গরু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যুতে শোকে মুহ্যমান ৮০ বছর বয়সী মোসলেম উদ্দিন। তিনি বলেন, আমি সাধারণত ট্রেন আসার আগে গরুগুলোকে লাইন থেকে সরিয়ে নিই। কিন্তু গতকাল নিজের বেখেয়ালে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারিনি। এতে ট্রেনে কাটা পড়ে মারা যায় গরুগুলো।

এ ঘটনায় উথলী রেলওয়ে স্টেশন মাস্টারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি