দুর্গাপুরে হানাদার মুক্ত দিবস পালন

দুর্গাপুরে হানাদার মুক্ত দিবস পালন

সংগৃহীত

নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি বের হয়ে দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে অংশ নেয়া উপজেলার জীবিত ১০৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে মুক্তিযুদ্ধের লাল পতাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান। পরে পতাকা উড়িয়ে স্লোগানের মধ্য দিয়ে বিজয় উদযাপন করেন মুক্তিযোদ্ধাগণ।
 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জব্বার আলীসহ অন্যান্যরা।