শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র বাংলাদেশের

শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র বাংলাদেশের

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদেশ নারী দল। আর বৃষ্টিতে দ্বিতীয়টি ভেসে যাওয়ায় শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার (৮ ডিসেম্বর) ডায়মন্ড ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাঘিনীদের ৮ উইকেটে হারিয়েছে প্রোটিয়া নারীরা। এতে ১-১ এ ড্র হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টস হেরে ব্যাট কেরতে নেমে ৬ উইকেটে ৯৪ রান করে বাংলাদেশ। লতা মণ্ডল করেন সর্বোচ্চ ৪২ রান। তার ৬২ বলের ইনিংসে দুটি বাউন্ডারি ছিল। এ ছাড়া স্বর্ণা আক্তারের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ দশমিক ২ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ রানে অপরাজিত ছিলেন দলের অধিনায়ক লরা ওলভার্ড।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার ও শরিফা খাতুন।

সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। এই সিরিজে ৫ উইকেটের পাশাপাশি ২৩ রান করেছেন তিনি।