বছর শেষে টিকা আনতে চায় ফাইজার

বছর শেষে টিকা আনতে চায় ফাইজার

ফাইল ছবি

বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের টিকার অনুমোদন চাইতে পারে ফাইজার ইনকরপোরেশন ও তার জার্মান অংশীদার বায়োএনটেক এসই। বর্তমানে তাদের এই টিকার পরীক্ষা চলছে ৩০ হাজার মানুষের ওপর। এসই-এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইউগুর সাহিন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, অনুমোদন পাওয়া আগেই তারা কয়েক কোটি ডোজ টিকা উৎপাদন করবেন বলে আশা করছেন। ২০২১ সালের শেষ নাগাদ তারা শত কোটি ডোজের বেশি এই টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রাথমিকভাবে তারা ৪৫ জন মানুষের ওপর এই টিকা প্রয়োগ করেছেন। এতে চমৎকার ফল পাওয়া গেছে বলে জানিয়েছে ফাইজার ও বায়োএনটেক। প্রাথমিক ফলে দেখা গেছে যেসব স্বেচ্ছাসেবককে নি¤œ অথবা মধ্যম মাত্রার ডোজ প্রয়োগ করা হয়েছিল তারা প্রত্যাশিতরোগ প্রতিরোধে সাড়া দিয়েছেন।

ফলে এখন ৩০ হাজার স্বাস্থ্যবান মানুষের ওপর ব্যাপক মাত্রায় এই টিকা প্রয়োগ করা হচ্ছে। ডেইলি মেইল।