খাগড়াছড়িতে ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়িতে ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ

সংগৃহীত

আগামী ১৮ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। প্রতিপক্ষ সংগঠনের সশস্ত্র হামলায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

ইউপিডিএফের প্রচার প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরেন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ১ মাস পানছড়ি বাজার বয়কট করবে ইউপিডিএফ। এ ছাড়া ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলায় সাধারণ ধর্মঘট এবং ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা করবে সংগঠনটি।

১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে পানছড়ি উপজেলার লৌগাং ইউনিয়নের অনিল পাড়ায় অতুল চন্দ্র চাকমার বাড়িতে রাত যাপনকারী ইউপিডিএফ নেতাকর্মীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হয়।

এ সময় গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলার লৌগাং করল্যাছড়ি এলাকার বাসিন্দা বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রওয়াজা হেডম্যান পাড়া এলাকার সুনীল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ-সভাপতি ও ধ্রনচার্য কার্বারি পাড়ার লিটন চাকমা এবং ইউপিডিএফ সদস্য উল্টাছড়ি ইউনিয়নের পৌদ্দিনি পাড়ার রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।

২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এ হামলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে দলটির নেতাকর্মীরা।