আপিলে বৈধতা হারালো যশোর-৪ আসনের নৌকার প্রার্থী

আপিলে বৈধতা হারালো যশোর-৪ আসনের নৌকার প্রার্থী

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার কতৃক নৌকার প্রার্থীর বৈধতার বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে শুনাতি ঋণখেলাপীর অভিযোগে নৌকার প্রার্থিতা বাতিল হয়ে হয়ে যায়।

   বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই প্রার্থিতা বাতিল হয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণঞ্জিত কুমার বলেন, 'নৌকার প্রার্থী এনামুল হক বাবুল হলফনামায় জনতা ব্যাংক থেকে নেওয়া ২১ কোটি টাকা ঋণ গোপন করে। তারপরও রিটার্নিং অফিস তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে।' 

তিনি বলেন, 'বৈধ ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করি আমরা। আজকে শুনানিতে কমিশনাররা আমাদের কথা শুনে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।' 

এদিকে নির্বাচন কমিশনের আপিল শুনাতিতে গত তিনদিনে ১৬৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পায়। আজ চতুর্থ দিনে প্রথম ২৫ জন প্রার্থীর মধ্য ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পায়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।