বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

ফাইল ছবি

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। ধুয়ে মুছে চকচকে করা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গনের প্রতিটি স্থাপনা। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রঙ তুলির আঁচর এবং বাহারি ফুলে সজ্জিত জাতীয় স্মৃতিসৌধ। সৌধ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে সৌধের সবুজ চত্বর।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতিসৌধ এলাকা।