জবি ছাত্রদলের মিছিলে সিইসির কুশপুত্তলিকা দাহ

জবি ছাত্রদলের মিছিলে সিইসির কুশপুত্তলিকা দাহ

সংগৃহীত

বিএনপির ডাকা সারাদেশে ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর ধুপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা সিইসির কুশপুত্তলিকা দাহ করে।

বুধবার সকালে মিছিল শেষে সিইসির কুশপুত্তলিকা দাহ করার সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশি হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে নেতৃত্ব দেন জবি ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ সভাপতি মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক - আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক-রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক-মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন অপু, তথ্য ও গবেষণা সম্পাদক- রবিউল ইসলাম শাওন, অর্থ সম্পাদক-মেহেদী হাসান বাপ্পী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, মামুন জামান,ফয়সাল, ইমন, মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক- মেহেদী হাসান, সদস্য- আরাফাত, আতিক হোসেন, রায়হান, আনোয়ার হোসেন, তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।