মৃত্যু বৈষম্য

মৃত্যু বৈষম্য

ফাইল ফটো

তুমি ধনী তাই তোমার লাশ চলে যায় বনানী গোরস্তানে। আমি গরীব তাই শুয়ে পড়ি আজিমপুরের মধ্যে। তুমি মরলে কত সংবাদ দেশ-বিদেশে রটে। আমি মরিলে খবর গুলো মসজিদের মাইকে বলে। আমি মারা গেলাম সামান্য একটা ঔষুধের অভাবে। তুমি নাকি মাউন্ট এলিজাবেথের বড় চিকিৎসা পেয়ে।

তোমার লাশে সালাম জানায় সুশৃঙ্খল বাহীনি। মোর লাশকে ধরতেও এলো না এলাকার মিসকিনি। দু'জনই মারা গেলাম প্রভেদ কি ভাই বলো? প্রভেদ হলে তোমার কবরে এসির ব্যবস্থা করো। আমি নিশ্চিত এ কথা শুনে, তোমার মুখ শুকিয়ে যাবে। তবে তোমার-আমার এত প্রভেদ নিছক নয় কি তবে।

আবু জাফর : শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।