হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী তিন ভাই

হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী তিন ভাই

ছবিঃ সংগৃহীত।

গ্রামবাসীকে খুশি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরছেন সৌদি আরব প্রবাসী তিন ভাই হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস।সৌদি আরব থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সেখান থেকে হেলিকপ্টারে চড়ে ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এ সময় প্রবাসী তিন ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। 

 

স্থানীয়রা জানিয়েছেন, ১৬ বছর আগে তারা তিন ভাই পরিবারে সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করতে থাকেন। কয়েকবার বাড়িতেও এসেছেন। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল তারা যেন একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসেন।

তারা প্রবাসে থাকলেও শৈশব কৈশরে বেড়ে ওঠা গ্রামের প্রিয় মানুষের কথা ভুলে যাননি। সময় পেলেই গ্রামের মানুষের খোঁজখবর রাখতেন। সাধ্য অনুযায়ী সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহযোগিতা করেছেন। দীর্ঘদিন পর তারা গ্রামে আসছেন। তাই গ্রামের মানুষকে চমকে দিতেই তারা হেলিকপ্টারে চড়ে গ্রামে ফেরেন।

বুধবার দুপুর ২টার দিকে তারা গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে।

 

তিন ভাইকে দেখতে আসা স্থানীয় বসির উদ্দীন বলেন, ওরা তিন ভাই খুব ভালো মানুষ। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্য মতো চেষ্টা করে। তারা হেলিকপ্টারে আসছে এমন খবরে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেপ্রতিবেশী হযরত আলী জানান, ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ভাড়া করে তারা এসেছেন। 

এ বিষয়ে প্রবাসী হারুন বিশ্বাস জানান, দীর্ঘদিন বাইরে আছি। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়দের দাবির কারণে হেলিকপ্টার ভাড়া করি। এছাড়া পথে নানা ধকলের কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হেলিকপ্টারে আসা। এটা অনেকটা বিনোদনই বলা যায়।