পিক্সেল নাইনে এআই অ্যাসিস্ট্যান্ট

পিক্সেল নাইনে এআই অ্যাসিস্ট্যান্ট

ছবি: সংগৃহীত

সম্প্রতি ডেভেলপারদের জন্য জেমিনি চালু করে গুগল প্রশংসা কুড়িয়েছে বেশ। তবে এবার তারা তাদের অন্যান্য পণ্যেও জেমিনি এআই সংযুক্ত করতে চাচ্ছে। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন বোধহয় পিক্সেলে। পিক্সেল নাইনে আলাদা এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত হতে পারে বলে জানা গেছে। 

মূলত পিক্সেলে আরও জটিল ও মাল্টিমোডাল টাস্ক চালানোর জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। যেমন কোনো ছবি থেকে পিক্সেলে এখন লোকেশন সংযুক্ত করা যাবে। জানা যাবে জায়গাটির নাম। নতুন অ্যাসিস্ট্যান্টের নামও নির্ধারিত হয়েছে। বলা হচ্ছে পিক্সি। পিক্সি অক্টোবরে দেখানো বার্ডের মতো নয়। একটু ভিন্ন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুগল জেমিনিনির্ভর আরও ফিচার যুক্ত করার কথা ভেবে চলেছে। প্রজেক্টটি এখনও নির্মানাধীন হওয়ায় কিছু সমস্যা রয়ে গেছে। তবে শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস