বারবার সুযোগ পেয়েও হোঁচট খেলো বার্সা

বারবার সুযোগ পেয়েও হোঁচট খেলো বার্সা

ছবি: সংগৃহীত

গোল করার জন্য বারবার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না তারা। সবশেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মাঠে নামে তারা। বর্তমানে ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের চারে উঠলো বার্সেলোনা। 

বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের সুযোগ পেয়েও তারা সেই সুযোগ হাত ছাড়া করেছে কয়েকবার। 

ম্যাচের ৫৫তম মিনিটে জাও ফেলিক্সের গোলে লিড নেয়া বার্সার বিপক্ষে ৭০ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান গিয়ামন। খেলার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোন দলই গোলের দেখা পায়নি। মেসের দ্বিতীয়ার্ধে এসে ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়।

বার্সেলোনা ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। এদিকে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে জিরুনা শীর্ষে আছে। বার্সেলোনার সমান ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভালেন্সিয়া।