তিন দফা বৃষ্টিতে খেলা নেমে এসেছে ৩০ ওভারে

তিন দফা বৃষ্টিতে খেলা নেমে এসেছে ৩০ ওভারে

সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে বারবার বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ। তিন দফায় বৃষ্টিতে ৫০ ওভারের খেলা নেমে এসেছে ৩০ ওভারে।

টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘণ্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে।

বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বল প্রান্ত বদল হয়। স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। পরের বলটি অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়।

এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড।

এরপর উইল ইয়াং ও টম লাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। পরে তৃতীয় দফায় আবার বৃষ্টি নামে। এতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়াং ৫০ রান এবং টম লাথাম ৬৮ রানে অপরাজিত আছেন।