বড় জয়ে শীর্ষে উঠেও অস্বস্তিতে রিয়াল

বড় জয়ে শীর্ষে উঠেও অস্বস্তিতে রিয়াল

সংগৃহীত

লা-লিগায় রিয়াল মাদ্রিদ কাল মাঠে নেমেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। ম্যাচটিতে রিয়াল পেয়েছে বড় জয়। তবে জয়ের রাতেও স্প্যানিশ জায়ান্টদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে নতুন চোটের খবর। গতকালের ম্যাচ চলাকালীন সময়ে হাঁটুর চোটে পড়েছেন মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা। এই চোটে বাকি মৌসুম থেকেও ছিটকে গেছেন তিনি।

ভিয়ারিয়ালের বিপক্ষে গতকালের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে রিয়াল। গ্যালাক্টোকদের প্রথম গোলটি কাল এসেছে জুড বেলিংহামের পা থেকে। লুকা মদ্রিচের বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই মিডফিল্ডার। তবে প্রথম গোল পাওয়ার মিনিট দশেক পড়েই চোটে পড়েন আলাবা।

প্রতিপক্ষের ফুটবলারের কাছে থেকে বল দখল করতে গিয়ে হাঁটুর এসিএল ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। তবে এরপর আরও তিনটি গোলের দেখা পেয়েছে রিয়াল। আলাবা মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো।

বিরতির পর ম্যাচে আরও দুই গোল পেয়েছে রিয়াল। ব্রাহিম এবং মদ্রিচের করা এই দুই গোলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নীয়ে ফের লা লিগা শীর্ষ স্থান নিশ্চিত করেই মাঠ ছেড়েছে রিয়াল। তবে এমন জয়ের রাতেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে আলাবার চোটের কারণে। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ আরও একজন খেলোয়াড় আমরা চোটে হারিয়ে ফেললাম। চার মাসের মধ্যে তিনজন খেলোয়াড়কে এসিএল চোটে পড়তে আমি কখনোই দেখিনি। এটা অবিশ্বাস্য। কিন্তু কিছুই করার নেই।’

এদিকে ম্যাচ শেষে এক বিবৃতিতে আলাবার চোট নিয়ে রিয়াল জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ডেভিড আলাবার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর বাঁ হাঁটুতে এসিএল ধরা পড়েছে। সামনের কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার হবে।’

এদিকে আলাবা চোটে পড়ায় গ্রীষ্মকালীন দলবদলে জরুরি ভিত্তিতে নতুন ডিফেন্ডার কেনা হতে পারে বলেও জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘যে সব গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে ভুগছেন, তাদের বদলি হিসেবে এমন কিছুই একমাত্র উপায়। দেখি সামনের দিনগুলোতে কিছু একটা করা যায় কি না।’