বিএনপি এলে নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক হতো

বিএনপি এলে নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক হতো

ফাইল ছবি।

বিএনপি অংশ নিলে দেশের উপকার হবে এমনটি বলেছিলেন, এখন কী মনে করছেন— এ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যেটা আগেও বলেছি, তারা অংশ নিলে নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক হতো।

না নিলে কি হতো আমি সেদিকে যাচ্ছি না। অংশগ্রহণ করলে ভালো হতো, এটাই সবাই ফিল করে।’

 

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি গুরুত্বপূর্ণ দল তারা অংশ নিলে ভালো হতো। প্রথম থেকে তাদের আহ্বান জানিয়েছি, তারা সাড়া দেয়নি।

 

গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সমস্যা হবে কি না, এ প্রশ্নে তিনি বলেন, সে বিষয়ে আমি কোনো কথা বলবো না। সেটা নির্বাচনের পরে দেখা যাবে।

ভোটে আন্তর্জাতিক চাপ এসেছে বলেছিলেন, সেটা কি কাটিয়ে ওঠেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, বাজারে একটা শব্দ চাপ, চাপ, চাপ।

 

আপনি বাইরের থাবার কথা বলেছিলেন, যেটা হলো সব দেশ আমাদের নির্বাচনের খোঁজখবর নিচ্ছে। আমাদের ডোনার দেশগুলো দেখতে চাচ্ছে নির্বাচন। সেটাকে চাপ বলেন বা সেনসিটাইজেশন বলেন, ওরা সব দৌড়ঝাঁপ করছে। আমরা দেখেছি। যার ফলে সরকারও বারবার বলেছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের তরফ থেকেও বলছি নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা মেম্বার এবং কমিটি অব নেশনসে আমরা সদস্য। আন্তর্জাতিকভাবেও নির্বাচনটা সুন্দর হোক, স্বচ্ছ হোক, সবার কাছে বহির্বিশ্বের কাছেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক সেই প্রত্যাশা সবার মধ্যে, আমাদেরও আছে।

প্রতিহত যদি উনারা করতে চান এটা উনাদের পলিসি। সেটার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা কেবল নির্বাচনটা পিসফুললি করতে চাই।

 

জাপানের নির্বাচন অবজারবেশন টিম প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবজারবেশন টিমের সদস্য এখানকার মিশন থেকে আসবেন। ওনারা নির্বাচনটাকে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। আমাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি।

প্রচার তো শুরু হয়েছে, বড় দল বা গোষ্ঠী আসেনি, আপনি কতটুকু স্বস্তিবোধ করছেন- অস্বস্তি বা স্বস্তি কোনোকিছুই আমার মধ্যে নেই। আমার দায়িত্ব হচ্ছে নির্বাচনটা যেভাবে করতে হয়, আমরা সরকারের সহায়তা নিয়ে হোপফুলি প্রশাসন সবার সহায়তা নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আমার ব্যক্তিগত স্বস্তি, অস্বস্তি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এটা ঠিক, একটা গুরুত্বপূর্ণ দল তারা অংশ নিলে অনেক ভালো হতো।