উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে  শেষ ষোলোয় ম্যানসিটি

ফাইল ছবি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনকে সামনে পেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

আজ বিকালে সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রতে সহজ প্রতিপক্ষ পায় ইংলিশ জায়ান্টরা। কোপেনহেগেনই ড্রতে অংশ নেয়া ১৬টি দলের মধ্যে সর্বনিম্ন র‍্যাংকধারী দল। ইউরো ক্লাব ইনডেক্স এর র‍্যাংকিংয়ে ৭৯ নম্বরে থাকা দলটি ১৬ র‍্যাংকধারী ম্যানচেস্টার ইউনাইটেড ও ৫০ র‍্যাংকধারী গ্যালাতাসারেকে টপকে শেষ ষোলোয় জায়গা করে নেয়।  

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে জার্মানির আরবি লিপজিগের বিপক্ষে। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ ইতালির নাপোলি।

 

 

 

বড় দলগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখ খেলবে ইতালির লাৎসিওর সঙ্গে, ইন্টার মিলানের প্রতিপক্ষ স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি খেলবে স্পেনের রিয়াল সোসিয়েদাদের সঙ্গে আর ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগিজ দল এফসি পোর্তো।

 

 

 

কোপেনহেগেনকে সহজ প্রতিপক্ষ মনে হতে পারে, তবে তারা সিটিকে ভোগাতেও পারে। গ্রুপ পর্বে দলটি নিজেদের মাঠে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে। ২০১১ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ডেনিশ দলটি।

আর্সেনাল এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে খেলবে পোর্তোর বিপক্ষে। আগের তিন লড়াইয়ে তারাই এগিয়ে। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে পোর্তোর মাঠে ২-১ গোলে হারলেও লন্ডনে ফিরতি লেগে ৫-০ গোলের বিশাল জয় পায় গানাররা।  

 

 

 

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৩-১৪ ফেব্রুয়ারি ও ২০-২১ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ৫-৬ মার্চ ও ১২-১৩ মার্চ।

 

 

 

ম্যানসিটি ও আর্সেনাল বাছাই (গ্রুপ চ্যাম্পিয়ন) হিসেবে ড্রতে অংশ নিয়েছে বলে তারা দ্বিতীয় লেগটা ঘরের মাঠে খেলবে।

 

 

 

শেষ ষোলোর লাইনআপ

 

এফসি পোর্তো-আর্সেনাল

 

কোপেনহেগেন-ম্যানসিটি

 

নাপোলি-বার্সেলোনা

 

পিএসজি-রিয়াল সোসিয়েদাদ

 

ইন্টার মিলান-অ্যাটলেটিকো

 

পিএসভি-ডর্টমুন্ড

 

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

 

লিপজিগ-রিয়াল মাদ্রিদ