ইয়াংয়ের ফিফটিতে ছুটছে নিউজিল্যান্ড

ইয়াংয়ের ফিফটিতে ছুটছে নিউজিল্যান্ড

উইল ইয়াং

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছিল বাংলাদেশ। দানেডিনে সেই পরাজয়ের পর আজ নেলসনে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। টসে হেরে ব্যাট করতে নেমে পাঁচ বছর পর সৌম্য সরকারের দুর্দান্ত শতকে টাইগাররা গড়ে ২৯১ রানের সংগ্রহ। লাল-সবুজের দলের দেয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্কভাবেই সূচনা করেছে স্বাগতিকরা। ফলে প্রথম পাওয়ার প্লের দশ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬১ রান। আর টাইগাররা প্রথম উইকেটের দেখা পায় একাদশ ওভারে। তবে হাসান মাহমুদের বলে রাচীন রবীন্দ্র ফিরলেও আরেক ওপেনার উইল ইয়াংয়ের ফিফটিতে এখন এগোচ্ছে স্বাগতিকরা। 

ডানেডিনে প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তাই আজ টাইগারদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক্তার সঙ্গেই ইনিংসের সূচনা করেন দুই কিউই ওপেনার। রাচিন রবীন্দ্র এবং উইল ইয়াং মিলে দেখেশুনে খেলেন টাইগার বোলারদের। ফলে বড় হতে থাকে উদ্বোধনী জুটি। 

আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরির দেখা পাওয়া ইয়াং আজও বড় কিছুর আভাসই দিচ্ছেন। এ দুজনের জুটিতে পাওয়ার প্লে শেষে কিউইদের সংগ্রহে যোগ হয় ৬১ রান। তবে একাদশ ওভারেই এই উদ্বোধনী জুটি ভেঙেছেন হাসান। টাইগার বোলারের করা ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে রিশাদ হাসানের ক্যাচে পরিণত হন রাচীন। সাজঘরে ফেরার আগে কিউই এই ব্যাটার করেছেন ৩৩ বলে ৪৫ রান।  

এরপর ক্রিজে ইয়াংয়ের সঙ্গী হন হেনরি নিকোলস। এ জুটিতেই এখন লক্ষ্যের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে স্কোরবোর্ডে ইতোমধ্যেই তুলেছেন আরও ৪৪ রান। আগের দিন শতক হাঁকানো ইয়াং আজও তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। অপরাজিত আছেন ৫৮ বলে ৫৪ রান করে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান।