সিলেট পৌঁছেছেন শেখ হাসিনা

সিলেট পৌঁছেছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ফটো

শাহজালাল-শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করতে সকালে চায়ের নগরী সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া নিজস্ব গাড়ি নিয়ে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল ও হযরত শাহ্পরাণ রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করে সেখানে দেশ ও জাতীর কল্যাণে স্রষ্টার কাছে দোয়া কামনা করেন। 

তার আগমন উপলক্ষে দুটি মাজার এবং জনসভাস্থলসহ পুরো শহর জুড়েই রয়েছে উৎসব মুখর পরিবেশ। আর বিশেষ নিরাপত্তাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জনসভায় যোগ দিয়ে জাতীর উদ্দেশ্য ভাষণ দেবেন। এরপর জেলা সার্টিক হাউজে যান। সেখানে থেকে দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়ে জাতীর উদ্দেশ্য ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 

পবিত্র ভূমি সিলেট থেকে শেখ হাসিনার এ নির্বাচনী যাত্রা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটবাসীকে আরো বেশি উৎসাহীত করবে বলে জানান সংশ্লিষ্টরা।