ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে ড্রোন হামলা করা হয়েছে। এ হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৩ ডিসেম্বর) রিটাইম এজেন্সির বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটি ইসরায়েলি মালিকানার ছিল।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ও মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে-এর মতে, ভারতের উপকূলে দাবিহীন হামলার কারণে জাহাজের বোর্ডে আগুন লেগেছে। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক অথবা পণ্যবাহী ট্যাংকারটি ইসরায়েলি মালিকানার ছিল।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে, আনক্রুড এরিয়াল সিস্টেম ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। কর্তৃপক্ষ এর তদন্ত করছে।

এর আগে গত সোমবার আরব সাগরে মাল্টার পতাকাবাহী একটি জাহাজ থেকে এক আহত নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজটি জলদস্যুদের হামলার শিকার হয়েছিল। দস্যুদের হটিয়ে দিতে সেটিতে অভিযান চালান ভারতীয় সেনারা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটল।