কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১১শ ছাড়ালো

কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১১শ ছাড়ালো

ফাইল ছবি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১১শ’ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত হয়ে এ জেলায় মারা গেছে ২১ জন । বৃহ:বার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহ:বার মোট ৩৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৩৮ টি, মেহেরপুরের ৩৩ টি , নড়াইলের ৬৫ টি , চুয়াডাঙ্গার ৪৪ টি এবং ঝিনাইদহের ৮৪ টি নমুনা ছিল।

কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৩৩ জনকে ”করোনা পজিটিভ” বলে সনাক্ত করা হয়েছে । চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন ( এবং ১ টি ফলোআপ) ,ঝিনাইদহ জেলায় ২৫ জন, মেহেরপুর জেলায় ৫ জন , নড়াইল জেলায় ২৪ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ২ জন, কুমারখালীতে ৯ জন, মিরপুরে ৩ জন, কুষ্টিয়া সদরে ১৭ জন ।

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৬ জন, মহিলা ৭ জন।

কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১০৩ জন কোভিড রোগী সনাক্ত হল।

উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত

দৌলতপুর ১৩৬, ভেড়ামারা ৯৭, মিরপুর ৬০, সদর ৬১৬, কুমারখালী ১৫৯, খোকসা ৩৫

পুরুষ রোগী ৮০৪ জন, নারী ২৯৯ জন

সুস্থ হয়েছেন মোট ৬২০ জন

উপজেলা ভিত্তিক সুস্থ ৬১৮ জন

(দৌলতপুর ৮৩, ভেড়ামারা ৮৩, মিরপুর ৪০, সদর ৩২২, কুমারখালী ৬৭, খোকসা ২৩)

বহিরাগত সুস্থ ২ জন

বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪১৯ জন।

হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন।

মৃত – ২১ জন (কুমারখালী -৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ১৫ )।

মৃত পুরুষ ১৭জন, মহিলা ৪ জন