ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৩। এসময় ডগস্কোয়াড দিয়ে তল্লাশির পাশাপাশি যাত্রীদের তল্লাশি পরিচালনা করা হয়।র‌্যাব-৩ এর কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‌্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরণের নাশকতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশন। এসময় র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, র‌্যাব সব সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র‌্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র‌্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। 

তিনি বলেন, মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে,  সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য-উৎপাত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি।

সূত্র : বাসস