আরেক রাজ্যে নিষিদ্ধ ট্রাম্প

আরেক রাজ্যে নিষিদ্ধ ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে। ২০২১ জানুয়ারি ক্যাপিটলে হামলায় ভূমিকা থাকার জন্য এবার মেইন রাজ্যের শীর্ষ নির্বাচন কর্মকর্তা সেখানে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এর আগে কলোরাডো রাজ্যের আদালত তাকে ওই রাজ্যে নির্বাচন করার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

মেইন রাজ্যের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস, ডেমোক্র্যাট, জানান যে ট্রাম্প নির্বাচনে জালিয়াতির মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রোদ্রোহে উসকানি দিয়েছেন।

এর আগে মেইন রাজ্যের একদল সাবেক আইনপ্রণেতা ট্রাম্পকে নির্বাচন থেকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিলেন।

তবে ট্রাম্প এখনো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বিভিন্ন জনমত জরিপে বাইডেনের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য