বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দক্ষিণ কোরিয়া

বিদেশিদের জন্য নতুন ভিসা চালু করছে দক্ষিণ কোরিয়া

সংগৃহীত

বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের এই ভিসা আগামী ১ জানুয়ারি থেকে ইস্যু শুরু করবে দেশটির সরকার। 

শুক্রবার রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা।

বিদেশি নাগরিকদের ছুটিতে দেশে ফেরার পরও দুই বছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল রাখতে এই নোম্যাড ভিসা চালু করছে সিউল। বিশ্বব্যাপী রিমোট ওয়ার্কের প্রবণতা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, রিমোট ওয়ার্ক বা বিদেশি নাগরিকরা যেন তাদের ছুটির সময়টা নিশ্চিন্তে দেশে কাটিয়ে আসতে পারেন তাই আমরা এই বিশেষ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

এ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় না থেকেও কর্মীরা কাজের সুবিধা লাভ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

এখন পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা কোরিয়াতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।

দেশটির বিশেষ এই ভিসা নীতিতে বলা হয়েছে, যারা এ ভিসার জন্য আবেদন করবেন তাদের বার্ষিক আয় অবশ্যই আট কোটি ৪০ লাখ কোরীয় মুদ্রা হতে হবে। এছাড়া স্থানীয় কোরিয়ার দূতাবাসে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির প্রশাসন।

এসব বিষয়ের পাশাপাশি একজন আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে এবং যে কাজের জন্য আবেদন করবেন তাতে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সূত্রদ্য স্ট্রেইটস টাইমসকোরিয়া হেরাল্ড