দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে নদীপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচদৈৗল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, মাঝ পদ্মায় দুটি ফেরি আটকে আছে, পাটুরিয়া ঘাটে ও দৌলতদিয়া ঘাটে অন্যান্য ফেরিগুলো নোঙর করে রাখা আছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে কিছু যানবাহন আটকা পড়েছে এবং তীব্র শীত ও হালকা বাতাসে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।