নির্বাচনী প্রচারণায় হামলা-সংঘর্ষে ১৮৪ মামলা, গ্রেপ্তার ২১৫

নির্বাচনী প্রচারণায় হামলা-সংঘর্ষে ১৮৪ মামলা, গ্রেপ্তার ২১৫

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, অপারেশনস) মো. আনোয়ার হোসেন।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে নভেম্বর ও ডিসেম্বরে সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ২২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডিআইজি বলেন, এসব ঘটনায় করা মামলায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযান নির্বাচন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু হয়। বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হচ্ছে