দেশি অস্ত্র তৈরি বাড়াবে কিয়েভ

দেশি অস্ত্র তৈরি বাড়াবে কিয়েভ

সংগৃহীত

নতুন বছরে ইউক্রেনের নিজস্ব অস্ত্র উৎপাদন আরো বাড়ানোর অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

দেশবাসীর উদ্দেশে গত রবিবার এক নববর্ষের বার্তায় তিনি বলেছেন, ইউক্রেন অন্ততপক্ষে ১০ লাখ ড্রোন বানাবে। জেলেনস্কি বার্তায় বলেছেন, ‘নতুন বছরে শত্রুরা ইউক্রেনের অস্ত্রের রোষ অনুভব করতে পারবে।’

তিনি বলেন, এই বছর ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে দেশীয়ভাবে নির্মিত ১০ লাখ ড্রোন যোগ করা হবে।

সেই সঙ্গে পশ্চিমা মিত্রদের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিয়েভের কাছে সরবরাহ করা হবে বলেও তিনি জানান। শক্তিশালী রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালাতে পশ্চিমা অস্ত্রশস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন।

তবে শত শত কোটি ডলারের পশ্চিমা অস্ত্র হাতে পেয়েও ইউক্রেন গত বছরের জুন থেকে শুরু করা তাদের পাল্টা অভিযানে বড় কোনো সাফল্য দেখাতে পারেনি। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সামরিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

সূত্র : বিবিসি