রাষ্ট্রপতির উপহার হিসেবে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দু’টি বাস হস্তান্তর

রাষ্ট্রপতির উপহার হিসেবে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দু’টি বাস হস্তান্তর

রাষ্ট্রপতির উপহার হিসেবে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দু’টি বাস হস্তান্তর

রাষ্ট্রপতির উপহার হিসেবে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দু’টি বাস প্রদান করা হয়েছে। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আরশাদ আদনান রনি কলেজ কর্তৃপক্ষের কাছে বাস দু’টি হস্তান্তর করেন। 

এ উপলক্ষে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহাবুব সরফরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এ ছাড়া কলেজের উপধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসানসহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পরে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বাসের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতি কলেজ অধ্যক্ষ রাষ্ট্রপতির এই শুভেচ্ছা উপহার দেয়াতে তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সকল শিক্ষক ও অতিথিদের নিয়ে ফিতা কেটে বাস দু’টির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারতের টাটা কোম্পানীর ৩৭ আসনের আধুনিক এই দু’টি বাস পেয়ে বেশ খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাধীনতা পুর্ববর্তী সময়ে এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি এই শিক্ষা কলেজের ছাত্র রাজনীতি করেছেন। এই
শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি রাজনৈতিকভাবে বেড়ে উঠেন। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আলোকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনি এই বাস দু’টি উপহার দিয়েছেন।