চাঁদপুরে লঞ্চ-কোস্টার জাহাজের সংঘর্ষ

চাঁদপুরে লঞ্চ-কোস্টার জাহাজের সংঘর্ষ

সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে পানি ঢুকে পড়ে।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এক জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত এম ভি সুন্দরবন ১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন।

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে নোঙর করা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।