প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বেশি ম্যাচ চান অস্ট্রেলিয়া

প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বেশি ম্যাচ চান অস্ট্রেলিয়া

ফাইল ছবি

সেঞ্চুরিয়ন টেস্টে হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিছুটা নীচে নেমে গিয়েছিল ভারত। কেপ টাউনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আবার শীর্ষস্থান ফিরে পেল তারা। দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান থেকে নেমে গেল দুয়ে। কেপ টাউনে জেতার পরে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পেল ভারত। সেটাই তাদের শীর্ষস্থানে তুলে দিয়েছে। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা সিরিজগুলোতে দেখা যাচ্ছে, কোনো কোনো দলের সিরিজে ম্যাচ থাকছে দুটির বেশি। 

এতে পয়েন্টের দিক থেকে সেসব দলের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যা নিয়ে আপত্তি তুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। এমনটায় জানায় ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে। 
হকলি বলেন, ‘আমরা (সিএ) মনে করি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচের হওয়া উচিত। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সব দলেরই বেশি পয়েন্ট অর্জন করার সুযোগ থাকবে। ফলে, দলগুলোও টেস্ট ক্রিকেটকে আগের চেয়ে ভালোভাবে প্রাধান্য দেবে।’

তিনি যোগ করেন, ’আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বিষয়টিতে নজর দেবে। তাহলে টেস্ট ক্রিকেট বর্তমানে যে অবস্থানে আছে, সেখান থেকে পরিধি বাড়বে।’