তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের লিখিত অভিযোগের পর একজনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

উপজেলার চাতলপাড়ের কৃষি ব্যাংকের কর্মকর্তা (ক্যাশিয়ার) মোহাম্মদ মোকাদ্দিস হোসেন, উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা কমিউনিটি হেলফ প্রোভাইডার মোহাম্মদ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ভন্ডাররক্ষক জামাল আহমেদ নৌকার প্রার্থীর পক্ষে একাধিক জায়গায় প্রচার-প্রচারণাসহ বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে। তাদের মধ্যে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ মোকাদ্দিস হোসেন। তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মোহাম্মদ হোসেন নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পেয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেন। বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি)। বিএনপি থেকে বহিষ্কৃত হলেও সংসদীয় এলাকার বিভিন্ন পক্ষকে পাশে পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান।
শুক্রবার ও গত বুধবার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোহাম্মদ ইমরানুল ইসলাম সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোসহ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপসহ নির্বাচনি দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেয়ার অনুরোধ জানানো হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, মোহাম্মদ মোকাদ্দিসকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জামাল আহমেদকে শুরু থেকে কোনো দায়িত্বে রাখা হয়নি। মোহাম্মদ হোসেনের বিষয়টি মনে পড়ছে না