শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

সংগৃহীত

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুম থেকে আগুন বের হতে দেখেন আশপাশের লোকজন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক শাহ কামাল বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা স্কুলের চারটি তালা নষ্ট করে স্টোর রুমে রাখা বেঞ্চে আগুন দেয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাটি নাশকতা কিনা আমরা খতিয়ে দেখছি।