মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফল পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ এনে স্বতন্ত্র  প্রার্থী পারভেজ আনোয়ার তনু সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সতন্ত্র প্রার্থী তনু জানান নির্বাচনের ফলাফল পক্ষে নিতে নৌকার প্রার্থী নানাভাবে চক্রান্ত করছে বলে বিশ্বস্তসূত্রে সংবাদ পান । এ সময় লিখিত বক্তব্যে আরো অভিযোগ করেন প্রশাসনের একটি অংশ ব্যবহার করে অনুকূলে ফলাফল নিতে পরিকল্পনা সাজাচ্ছেন হানিফ। এরই অংশ হিসাবে নৌকার প্রার্থী তার পিটিআই রোডের বাসভবনে আজ শনিবার সকালে একাধিক সরকারি কর্মকর্তার সাথে বৈঠক করেন বলে তিনি অভিযোগ করেন।

এছাড়াও অনুগত শিক্ষকে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ , ৪০-৪৫টি কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে কেন্দ্র দখলসহ পোলিং  এজেন্টদের ভয়ভীতির অভিযোগ আনেন তিনি। এসময় সতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু অবাদ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেন। আজ ৬ই জানুয়ারি বিকাল ৩টায় আড়–য়াপাড়া নিজ বাসভবনে সতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন।