লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

ছবিঃ সংগৃহীত।

লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এর জেরে পাল্টা হামলা শুরু করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার (৬ জানুয়ারি) ইসরায়েলের অভ্যন্তরে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরন এলাকায় প্রায় ৪০টি রকেট ছোড়া হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ৬২টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ওই এলাকায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।

লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায়, হামাস নেতা শেখ সালেহ আল-আরুরকে হত্যার জেরে প্রাথমিকভাবে এই হামলা চালানো হয়েছে।

এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, বৈরুতে মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধানের হত্যা জঘন্য অপরাধ, যার পরে আমরা চুপ থাকতে পারি না।

নিজের বক্তব্যে হাসান নাসরুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি সালেহ আল-আরৌরির হত্যাকাণ্ডকে ইসরায়েলের প্রকাশ্য আগ্রাসন বলে অভিহিত করেছেন।