জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উপলক্ষে মোংলায় মসপ্তাহব্যাপী নানান কর্মসূচী গ্রহন

জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উপলক্ষে মোংলায় মসপ্তাহব্যাপী নানান কর্মসূচী গ্রহন

"মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি" এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ- ২০২০ উদযাপন করা হবে।

"মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি" এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ- ২০২০ উদযাপন উপলক্ষে মোংলা উপজেলা মৎস অফিস কর্তৃক সপ্তাহব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১-২৭  জুলাই ২০২০ পর্যন্ত এসকল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন এ. জেড. এম. তৌহিদুর রহমান - সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও সদস্য সচিব; জাতীয় মৎস সপ্তাহ - ২০২০ উপজেলা উদযাপন কমিটি, মোংলা।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহঃ
১. ১ম দিনঃ উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার।
২.২য় দিনঃ মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
৩. ৩য় দিনঃ  মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান,
মৎস বিষদায়ক আইন বাস্তবায়নে মেবাইল কোর্ট পরিচালনা।
৪. ৪র্থ দিনঃ মৎস চাষীদের মাছচাষ বিষায়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।
৫. ৫ম দিনঃ মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
৬. ৬ষ্ঠ দিনঃ চাষী/ সুফলভোগীদের মাঝে মৎস চাষের বিভিন্ন উপকারভোগীদের মাঝে মৎস চাষের বিভিন্ন উপকরণ বিতরণ।
৭. ৭ম দিনঃ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় এবং মৎস সপ্তাহের সমাপ্তি।

আজ ১ম  দিন, ২১ জুলাই ২০২০ খ্রীঃ মঙ্গলবার সকাল  ১০ ঘটিকায় উপজেলার সামনে থেকে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারের উদ্ভোদন করেন  এ. জেড. এম. তৌহিদুর রহমান - সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও সদস্য সচিব; জাতীয় মৎস সপ্তাহ - ২০২০ উপজেলা উদযাপন কমিটি, মোংলা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  জাতীয় মৎস সপ্তাহ - ২০২০ যথাযথভাবে পালনের লক্ষ্যে উপজেলা মৎস অফিস কর্তৃক  সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সকল কর্মসূচিই ধারাবাহিকভাবে পালন করা হবে।