টাঙ্গাইলে ৮টি আসনে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইলে ৮টি আসনে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশিষ্টরা।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। 

এদিকে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় ১২ প্লাটুন সেনাবাহিনীর, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব, পুলিশের ৭৬ টি মোবাইল টিম, ২৪ টি স্টাইকিং টিম ও ১২ ব্যাটালিয়ন আনসারসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিটি আসনে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটটি আসনের কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই।

টাঙ্গাইল জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আটটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগসহ ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আটটি আসনে মোট ভোটার রয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ জন, নারী ভোটার রয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯জন এবং ৩য় লিঙ্গের ভোটার রয়েছেন ২০ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ৫৬টি। মোট ভোট কক্ষ রয়েছে ৬ হাজার ৮৯০টি। এরমধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬ হাজার ৪০৭টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৮৩টি।

এদিকে সকাল ১০টার দিকে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মো. কায়সার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন গোলযোগের সংবাদ পাওয়া যায়নি।