৪ ঘণ্টায় সারাদেশে ভোট পড়েছে ১৮.৫০ ভাগ

৪ ঘণ্টায় সারাদেশে ভোট পড়েছে ১৮.৫০ ভাগ

সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে, প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব মোঃ জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

এছাড়া নারায়ণগঞ্জের দুইটি ও নরসিংদীর একটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।

পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও পরে আবার চালু হয়েছে।

সাময়িক কিছু ত্রুটির কারণে নির্বাচন কমিশনের অ্যাপসে ধীর গতি দেখা গেলেও তা বন্ধ হয়নি, বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের অ্যাপ কাজ করছে না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের সেই অ্যাপটি ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।

বিবিসি বাংলার মুকিমুল আহসান জানান, এই অ্যাপে প্রতিমুহূর্তে ভোটের বিস্তারিত জানানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে অ্যাপে ঠিকমতো তথ্য আপডেট হচ্ছে না বলে জানান তিনি। গণমাধ্যম কর্মীরা এখান থেকে তথ্য নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।

নির্বাচন ঘিরে ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপটি তৈরি নির্বাচন কমিশন।
সূত্র : বিবিসি