নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

সংগৃহীত

গেল তিন দিন থেকে নওগাঁয় সূর্যের দেখা মেলেনি। তার ওপর সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই জেলায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গতদিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তর জেলায় আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, জেলায় সকাল থেকেই কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। তবে এটা মঙ্গলবারের মধ্যে কেটে যাবে। বৃহস্পতিবার থেকে দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু কুয়াশা ঝরছে তাই খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ায় ভালো। কুয়াশা শরীরে পড়লে মৌসুমী নানান রোগব্যাধির সম্ভাবনা থাকে।

এ সময় যারা কৃষক কৃষি কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ফসলগুলো কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সঠিক পরিচর্যার নেওয়ার পরামর্শও দেন তিনি।

এ দিকে সব থেকে বেশি বিপদে রয়েছেন সাধারণ খেটে খাওয়া দরিদ্র শ্রেণীর মানুষ। তীব্র শীত আর কুয়াশার কারণে সঠিক সময়ে কাজে যেতে না পারায় বিপাকে রয়েছেন তারা। কাজ না করলে রোজগার না হওয়ার আশঙ্কায় সংসার খরচ নিয়ে চিন্তিত তারা।

অপরদিকে শীত ও কুয়াশায় শারীরিকভাবে সমস্যায় রয়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত নানান রোগে হাসপাতালে ভিড় করছেন রোগীরা।