কৃষকের ৩৫০ আমগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কৃষকের ৩৫০ আমগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের ৩৫০টি আমগাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার দুপুরে (১৫ জানুয়ারি) বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মফিজুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগান মালিক মফিজুল ইসলাম জানান, মোহনপুর ইউনিয়নের বাউটিয়া গ্রামে বাড়ি তার। বিলের জমিতে চার বছর আগে প্রায় ৩৫০টি আম্রপালি গাছ লাগান তিনি। এ বছর থেকে আম আসার সম্ভাবনা ছিল। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জমিতে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। একই জমিতে সরিষা থাকলেও সেগুলোর কোনো ক্ষতি করা হয়নি। শুধু আমগাছগুলো কেটে ফেলা হয়েছে। আম গাছের চারাগুলো কেটে ফেলায় অন্তত ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তার।

ওসি আব্দুল মতিন বলেন, আমের চারাগাছ কেটে ফেলার অভিযোগে কৃষক মফিজুলের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।