পাকশি বিভাগীয় রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

পাকশি বিভাগীয় রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাকশি বিভাগীয় রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) পশ্চিমাঞ্চল জোন পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) দফতরের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে জোন পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ আসাদুল হক।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় দেশের ১৭০টি রেলওয়ে স্টেশনের সব ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হবে। অন্যান্যের মধ্যে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী -১ বীরবর মন্ডল, প্রকৌশলী-২ আব্দুর রহিম , রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজওয়ান উর রহমান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সরোয়ার উপস্থিত ছিলেন।

এদিকে পাকশির রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার ফাঁকা জায়গায় ফলজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক বৃক্ষের  ১ হাজার চারা রোপণ করা হবে বলে পরমানবিক বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।