করোনাভাইরাসে ঝিনাইদহে এসআইসহ ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে ঝিনাইদহে এসআইসহ  ৩ জনের মৃত্যু

জেলাায় প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশের একজন এসআই ও  একজন সাবেক ইউপি চেয়ারম্যান রয়েছেন। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৯ জনে দাঁড়াল।

মৃতরা হলেন- জেলা শহর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম, কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও শহরের আরাপপুর মহল্লার সিতাব উদ্দিন।

এছাড়া জেলায় একই সময়ে নতুন করে ২৫ জন করোনাভাইসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ জন, মহেশপুর উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭০ জনে দাঁড়াল।

আজ শনিবার সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ কথা গণমাধ্যমকে জানান।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান,“জেলাায় প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অধিকাংশ মানুষ বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যবিধি মানছেন না। সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না।”