করোনাভাইরাস :রাজশাহী বিভাগে আরো ৮ জনের মৃত্যু, ২৩৮ জন আক্রান্ত

করোনাভাইরাস :রাজশাহী বিভাগে আরো ৮ জনের মৃত্যু, ২৩৮ জন আক্রান্ত

ছবি:প্রতীকী

রাজশাহী বিভাগে মরণঘাতী করোনাভাইরাসে আরো আটজন মারা গেছেন। এর মধ্যে বগুড়ায় চারজন, রাজশাহীতে তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন। এনিয়ে বিভাগের আট জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান।

জেলাওয়ারী মৃত্যুর সংখ্যা বগুড়ায় ৯৫ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, পাবনায় ৯ জন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, সিরাজগঞ্জে ১০ জন মারা গেছেন।

এছাড়া বিভাগে নতুন করে আরো ২৩৮ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১ জন  রাজশাহীতে, নওগাঁর ৬৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, বগুড়ার ২৬ জন, পাবনার চারজন, নাটোরের তিনজন, জয়পুরহাটের দুইজন, সিরাজগঞ্জের ৩০ জন করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, একই সময়ে বিভাগের ১৪৩ জন করোনা জয় করেছেন। এর মধ্যে ৮৬ জন বগুড়ায়, রাজশাহীর ১০ জন, সিরাজগঞ্জের ৪৩ জন এবং পাবনার চারজন সুস্থ হয়েছেন।

এদিকে পাবনা জেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ সরকারের নানা বিধিনিষেধ মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই লোকজন হাটবাজার ও রাস্তাাঘাটে ভীড় করছে। অনেককেই চলাফেরা করতে দেখা গেছে মাস্ক ছাড়া; দূরত্ব বজায় রেখে বেচাকেনার নিয়ম মানছেন না দোকানিরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, “মানুষকে বারবার সচেতন করার পরও কেও পরোয়া করছে না। এতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।”