কনকনে ঠান্ডায় লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত

কনকনে ঠান্ডায় লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত

ফাইল ছবি

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাটের মানুষ। গত কয়েকদিনের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই ঠান্ডায় বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। রাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে দেখা যায়, কুয়াশার কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে লালমনিরহাটে বাড়ছে শীতজনিত রোগ। লালমনিরহাট সদর হাসপাতালসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে মানুষ। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি।

তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, চরম বিপাকে রয়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও তিস্তা-ধরলা নদী পাড়ের হাজার হাজার হতদরিদ্র মানুষ। প্রচণ্ড শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। ঠান্ডা নিবারণের শীতবস্ত্র নেই তাদের। সকালে আগুনে শরীর গরম করে অনেকে কাজে বের হচ্ছেন।