গাজার কবরস্থানগুলোও গুড়িয়ে দিচ্ছে ইসরাইল

গাজার কবরস্থানগুলোও গুড়িয়ে দিচ্ছে ইসরাইল

গাজার কবরস্থানগুলোও গুড়িয়ে দিচ্ছে ইসরাইল

চলমান যুদ্ধের সময় গাজার অন্তত ১৬টি কবরস্থান গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। শনিবার (২০ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসসহ আরো নানা স্থানের অন্তত ১৬টি কবরস্থান গুড়িয়ে দিয়েছে ইসরাইল। তারা কবরস্থানের মাটি খুঁড়েছে। এরপর সেখান থেকে মৃতদেহগুলো তুলে ফেলেছে। এছাড়া কবরের পাথরগুলোও চূর্ণ-বিচূর্ণ করে ফেলেছে।আইন বিশেষজ্ঞদের সূত্রে সিএনএন জানিয়েছে, কবরস্থান হলো ধর্মীয় স্থাপনা। ইচ্ছাকৃতভাবে সেটিকে গুড়িয়ে দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষ করে সামরিক উদ্দেশ্যে এমন অভিযান চালানো যুদ্ধাপরাধ।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইসরাইল মোট ১৬টি কবরস্থান ধ্বংস করেছে। তবে তিনি দাবি করেছেন, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে তারা কবরস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে।মার্কিন এই গণমাধ্যম জানিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, ইসরাইলি বাহিনী তাদের অবস্থানের সুবিধার জন্য কবরস্থানকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

সূত্র : সিএনএন